হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে জুনায়েদ (২৩) নামে এক দোকান কর্মচারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ হোসেনপুর উপজেলা সদর বাজারের মেসার্স জয়কালী ফার্নিচার মাঠের একজন কর্মচারী। সোমবার দুপুরে সে টয়লেটে যায়। টয়লেট থেকে দেরিতে বের হওয়ায় দোকানের মালিক রতন চন্দ্র বণিক তাকে বেদম পিটিয়ে জখম করেন। এতে জুনায়েদের কান থেকে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জুনায়েদের মা নাজমা আক্তার জানান, তার ছেলেকে দোকানের মালিক প্রায়ই অশালীন ভাষায় গালিগালাজ ও মারপিট করে থাকে।
এ ঘটনায় মা নাজমা আক্তার বাদী হয়ে মের্সাস জয়কালী ফার্নিচার মাঠের মালিক রতন চন্দ্র বনিকের বিরুদ্ধে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ তার হাতে পৌঁছেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।