নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ইয়াবা ও মোবাইল ফোনসেটসহ রতন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ১৮০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ রতন মিয়াকে গ্রেফতার করে র্যাব। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার রতন মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেব উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন