হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের অটোরিকশা চালক মোশারফ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার গোবিন্দপুর চৌরাস্তা মোড়ে অটোশ্রমিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় অটোচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সমন্বয়ক আলাল মিয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে মোশারফ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ করাসহ অটোচালকদের নিরাপত্তার দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাতে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বালুয়া পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তরা মোশারফকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। মোশারফ হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।