নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রথিতযশা কবি বেগম সুফিয়া কামালের ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কিশোরগঞ্জে। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ শনিবার বিকালে শহর সমবায় ভবনের প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
আলোচনা আরও অংশ নেন সহ সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সমাজকল্যাণ সম্পাদক সাজিদা ইয়াছমিন, অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলী, আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার, সদস্য কোহিনূর আফজল, তৃণমূল শাখা হতে বক্তব্য রাখেন নগুয়া পাড়া কমিটির সহ সভাপতি পান্না দত্ত রায় ও সঞ্চিতা ভৌমিক, ফিসারী রোড কমিটির সভাপতি রুবি ইসলাম, নগুয়া পাড়া কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা আরা পলক, শ্যামলী রোড কমিটির সাধারণ সম্পাদক পিংকি মনি, তারাপাশা কমিটির সভাপতি আফরোজা আক্তার ও বিন্নাটি ইউনিয়ন কমিটির সভাপতি সুবর্ণা দেবনাথ। অনুষ্ঠানে মহীয়সী নারী বেগম সুফিয়া কামালের লেখা ‘কালের যাত্রার ধ্বনি‘ কবিতাটি পাঠ করেন মাহফুজা আরা পলক। এছাড়াও কবিতা আবৃত্তি করেন সুবর্ণা দেবনাথ।
বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে হবে এবং গৃহে নারীদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে। কোন নারী যেন সহিংসতার শিকার না হয়, জাতীয় অগ্রগতিতে নারীদের ক্ষেত্রগুলোতে উন্নয়নের সূচক যেন উর্ধ্বে ধাবিত হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
আলোচনার আগে বেগম সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম।