ঢাকাSunday , 21 November 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে নদী থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

প্রতিবেদক
-
November 21, 2021 5:43 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে মইজ উদ্দিন (৫০) নামে  এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার সকালে গোড়াদিঘা এলাকায় ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শান্তিপুর গ্রামের মলহাটির মৃত মধু মিয়ার ছেলে এবং সিংপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মইজ উদ্দিনদীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে নদীতে গিয়ে মাছ ধরার নৌকাটি পেলেও তার সন্ধান পায়নি। রবিবার ভোরে ধনু নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ জানান, তার মাথা, ডান হাত   ডান পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

মামলা হলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

আপনার মন্তব্য করুন