নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ মৎস্য ফিড বিক্রি ও মেয়াদোত্তীর্ণের তারিখ টেম্পারিং করায় কিশোরগঞ্জ শহরের মোরগ মহালে আদর্শ পোলট্রি ফিড এন্ড মেডিসিন নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানটি চালায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের তত্বাবধানে এবং কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানকালে প্যাকেটে মেয়াদের তারিখ ৭/১১/২০২১ এর স্থলে টেম্পারিং করে ৭/১২/২০২১ লেখা পাওয়া যায় বলে জানিয়েছেন কর্মকর্তা। অপরদিকে একতা বিপণী বিথি নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেক ও বিস্কুট পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের জরিমানার টাকা সাথে সাথেই আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা প্রদান করেন কিশোরগঞ্জ ক্যাব এর সভাপতি আলম সারওয়ার টিটু এবং জেলা পুলিশ।