বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে রত্নগর্ভা মা মুখছুদা খাতুনকে (৯৫) সম্মাননা প্রদান করা হয়েছে। মুখছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।
আব্দুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মুখছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান স্বপনের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আলগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন লিটন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিুরুজ্জামান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন, প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বলিয়ার্দী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোজাম্মেল হোসেন।