নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বোরো ২০২১-২২ মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর ফলিত গবেষণা বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর ফলিত গবেষণা বিভাগের সিএসও এবং বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম ও পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, নাদিয়া ফেরদৌসি, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রমুখ।
কৃষক প্রশিক্ষণে ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে ব্রি ৮৮, ব্রি ৮৯, ব্রি ৯২ ও ব্রি বঙ্গবন্ধু-১০০ জাতের ধান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি ড. মো. শাহজাহান কবীর তার বক্তব্যে বলেন, বর্ধিত জনসংখ্যার মুখে আহার তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একযোগে কাজ করলে এবং জনগণ সহযোগিতা করলে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবেই।
প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খান তুহিন তার বক্তব্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নান্দাইলের কৃষকের জন্য কল্যাণকর এইরকম অনুষ্ঠানের আয়োজন করার জন্য। পাশাপাশি নান্দাইলে ২০৩ হেঃ জমিতে উৎপাদিত পান যেন বিদেশে রপ্তানি করা যায় সেই ব্যাপারে কৃষি অফিস কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।