পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২০২২ মৌসুমে কৃষকদের মাঝে হাইব্রিড উফশি আউশ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার ৩০০ শত কৃষকের মাঝে ডিওপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ৫ কেজি হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এমাজ উদ্দিনসহ উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও রোজলিন শহীদ চৌধুরী বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে।