বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের রাবারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মানকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাজিয়া সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাদেকুর রহমান ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
আপনার মন্তব্য করুন