নিউজ একুশে ডেস্ক: ৭১ বাংলা টিভির স্টিকারযুক্ত প্রাইভেটকার থেকে গাঁজা ও হুইস্কিসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, মূলধারার বাইরে কতিপয় সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি দীর্ঘদিন যাবত সিলেট সীমান্ত এলাকা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, বুধবার রাত ১০ টার দিকে টিভি চ্যানেলের স্টিকারযুক্ত একটি গাড়ি সিলেট সীমান্ত থেকে গাঁজা নিয়ে ঢাকার দিকে রওনা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে র্যাব। রাত সাড়ে ১১ টার দিকে ৭১ বাংলা টিভির স্টিকারযুক্ত প্রাইভেটকারটি আটক করা হয়। এ সময় ৮৭ কেজি গাঁজা, দুই বোতল হুইস্কি ও মাদক বিক্রির নগদ তিনহাজার টাকাসহ সাংবাদিক পরিচয়ধারী দুজনকে গ্রেফতার করে। তারা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কয়া গ্রামের (বর্তমান ঠিকানা-ঢাকার মিরপুর-১, নিউসি-ব্লক, রোড নং ২৫, বাসা নং-৬/৭, শাহ আলী থানা এর সামছু আমিনের বাসার ভাড়াটিয়া) মৃত মহর আলী মুন্সীর ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের (বর্তমান ঠিকানা- ঢাকার মিরপুরের জনতা হাউজিং ৭০৭ বস্তি, কুদ্দুস মিয়ার বাসার ভাড়াটিয়া) আবুল হাশেমের ছেলে সোহান (২২)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতার দুজন দীর্ঘদিন যাবত অনুমোদনহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে এবং স্টিকার ব্যবহার করে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।