নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সমঅধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে মহিলা পরিষদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক হামিদা বেগম। নারীর প্রতি সহিংসতা বন্ধ করা এবং সমঅধিকার নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সুপারিশ উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম ও সদস্য কোহিনূর আফজাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহফুজা আরা পলক।