ঢাকাFriday , 26 November 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৩৬০ পিস ইয়াবাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
November 26, 2021 12:45 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোনসেটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা ও দুপুর আড়াইটায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২ টার দিকে পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকাসহ ওসমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। পরে দুপুর আড়াইটার দিকে কটিয়াদী উপজেলার চারিপাড়া এলাকা থেকে ১৭৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসেটসহ কিবরিয়া (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া ও কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন