পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় সুফিয়া খাতুন (৬০) নামে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তার উত্তর পাশে কুয়েতি মসজিদের প্রথম মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুফিয়া খাতুন কোদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. লতিফের স্ত্রী।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে সুফিয়া খাতুন রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে নান্দাইলগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা যাত্রী সুরাইয়া বেগম (৫০) নামে অপর একজন আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।