কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জর কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানা গেছে।
তিনি কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া আব্দুল্লাহপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে নিহতের ছোটভাই আহত হন। তিনি বর্তমানে কিশোরগঞ্জের বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, গত রবিবার নির্বাচনের দিন দুপুরে স্থানীয় জাব্বাপাড়া ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে তারা আহত হন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পুলিশ সেদিন কোন গুলি ছুঁড়েনি। তবে ওই কেন্দ্রে ককটেল বিস্ফোরিত হয়েছিল। এতে তিনি আহত হয়ে থাকতে পারেন।
আপনার মন্তব্য করুন