পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার মাঠ কর্মের সহযোগিতা প্রদান সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, বিএমইটির প্রতিনিধি রহমত উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম আসাদ ও পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক (মুঞ্জু)।