হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের জন্য আমন চাউল সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা খাদ্য গুদামে আমন চাউল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।
এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেসমিন আক্তার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, স্থানীয় একটি মিলের মালিক তানভীর হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, আমন মৌসুমে ৩৫২ মেট্রিক টন চাউল ৪০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
আপনার মন্তব্য করুন