নিজস্ব প্রতিবেদক: “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিত কর” এ স্লোগানকে সামনে রেখে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রেণি–পেশার নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের লিটল ফ্রেন্ডস কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
“নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ, মানবাধিকার লংঘন” এ বিষয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল সাজেদা খানম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম। আরও বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিছ বেগম ও কিশোরগঞ্জ মডেল কলেজের উপাধ্যক্ষ মাহফুজা আরা পলক।
এ ছাড়াও আলোচ্য বিষয় নিয়ে মত বিনিময় করেন কিশোরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গণি, লিটল ফ্রেন্ডস কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মাসুক উজ্জামান, গৃহিনী সালমা বেগম, টিআিইবির ইয়েস লিডার তানিয়া আক্তার পুনম প্রমুখ।