নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আব্দুর রহমান মান্না (২১) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক আটক করে র্যাব। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ২ হাজার ৬২৪ পিস ভারতীয় ইমামি ৭ ওয়েলস ইন ওয়ান, ২ হাজার ৬২৮ পিস ভারতীয় বোরো প্লাস সাবান, ১ হাজার ২৯৬ পিস ভারতীয় জনসন বেবি লোশন, ৪ হাজার ২১৮ পিস ভারতীয় জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯ পিস ভারতীয় কিটকাট ও ২৩১ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় আব্দুর রহমান মান্নাকে। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের আখলাকুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার আব্দুর রহমান মান্নাকে একজন চোরা কারবারি হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী এনে দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।