পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) সারওয়ার জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম সাইফুল আলম, মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন, শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ডিসপ্লে, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।