হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে ১০ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এরমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও সাতজন সাধারণ সদস্য প্রার্থী।
তারা হলেন জিনারী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম, সিদলা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী, পুমদী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোশাররফ হোসেন। সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন পুমদী ইউনিয়নের ২নং সংরক্ষিত সদস্য প্রার্থী ফরিদা খাতুন, আড়াইবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. রিটন মিয়া, গোবিন্দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. মতিউর রহমান, পুমদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ইলিয়াস, শাহেদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. আজিজুল হক।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।