নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব সদরে একটি ট্রাক আটক করে র্যাব। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে ৪ হাজার ১০৯ পিস নিভিয়া ক্রিম, ৭৮০ পিস জনসন বেবি লোসন, ৫ হাজার ৪০০ পিস স্কিন সাইন ক্রিম, ১১ হাজার ৭০০ পিস ক্রেক হেপী ফিল হিল রিপাইর, ১৪ হাজার ৪০০ পিস বেটামেথাসন এন্ড ক্লিওকুইনল ক্রিম ও ৩৯০ পিস মুভ পেইন রিলিফ স্পেশালিস্ট। এসবের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৩৬ হাজার ৮৫০ টাকা বলে র্যাব জানায়।
এ সময় গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার হাজীরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু তাহের (৩০), মৃত আব্দুল লতিফের ছেলে মোস্তফা (৪০) ও নজরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (২৭)।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার তিনজনকে চোরাকারবারি হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় প্রসাধনী সামগ্রী এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।