ঢাকাTuesday , 7 December 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

প্রতিবেদক
-
December 7, 2021 11:17 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে এ লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়

উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন এবং সফট স্কীল প্রশিক্ষণ শুরু হয়েছে এরমধ্যে ওরিয়েন্টেশনটি একদিনের এবং সফট স্কীল প্রশিক্ষণটি তিনদিন চলবে কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কামারকুমার, নাপিত বাঁশবেত প্রস্তুতকারী পেশার লোকজন অন্তর্ভূক্ত রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, এটা মূলত উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ। বর্তমান উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও আধুনিক পণ্যের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। অনেকে তাদের আদি পেশা ছেড়ে ভিন্ন পেশা অবলম্বন করতে বাধ্য হচ্ছেন। আমাদের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হলো তাদের সক্ষমতা বৃদ্ধি করা। তাছাড়া আধুনিক বাজার ব্যবস্থায় তাদের ব্যবসা যাতে লাভজনকভাবে পরিচালনা করতে পারেন, সে বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে।

ওরিয়েন্টেশনে ২০জন তিনদিন ব্যাপী সফট স্কীল প্রশিক্ষণে অপর ২০জন প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করছেন

আপনার মন্তব্য করুন