ঢাকাবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পাঁচ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদক
-
ডিসেম্বর ৮, ২০২১ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৪০ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৮ হাজার ৫৯০ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

বুধবার সকালে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে উপ পরিচালক ইনসিটু ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ কথা জানান।

তিনি আরও জানান, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে জেলার ১৩ ‍টি উপজেলার ২ হাজার ৭৭৪ টি কেন্দ্রে শিশুদেরকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ ৬ হাজার ৭৯৯ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শামছুল হক।

কার্যক্রমটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

আপনার মন্তব্য করুন