নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জিত কুমার আচার্য্য (৫৩) পরলোক গমন করেছেন।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকার বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ১১ টার দিকে সতাল শ্মশাণে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সঞ্জিত কুমার আচার্য্য এর আগে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ ও করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোকবার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করে জানান, সঞ্জিত কুমার আচার্য্যের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনও গভীরভাবে শোকাহত।