নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ফাতেমা জোহরার বড় ভাই অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার মঈন উদ্দিন আহম্মদ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি স্ত্রী, তিন বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল ৩ টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দশপাখি গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাহ আজিজুল হকের সম্বন্ধী।
আপনার মন্তব্য করুন