হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আচরণবিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইন শৃঙ্খলা বজায় রাখাসহ এ সংক্রান্ত দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার মো. এহছানুল হক, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শাহ্ মাহবুবুল হক, মো. খুর্শিদ উদ্দিন, শফিকুল ইসলাম হিমেল প্রমুখ।
সভায় প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি মানা এবং নির্বাচনী কাজের সাথে সম্পৃক্তদেরকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।