পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাকুন্দিয়ায় পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে তাদেরকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক প্রমুখ।
পরে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার চরখামা গ্রামের শাহানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরকুর্শা গ্রামের ছামিরা বেগম, সফল জননী নারী মাহমুদা জেসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্ষেত্রে চিলাকাড়া গ্রামের মদিনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ছয়চির গ্রামের রোমা আক্তার।