নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকাল সোয়া ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত অভিযান চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সেতুর টোলপ্লাজার সামনে দুটি অভিযান চালায় র্যাব। এ সময় একটি পিকআপ থেকে ২০ কেজি গাঁজাসহ রতন (৩২) নামে একজনকে গ্রেফতার করে। তিনি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ফিরোজ আলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পরে একটি মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় দুই যুবককে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ দুইহাজার টাকা। গ্রেফতার দুজন হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাগর (২৫) ও একই উপজেলার বাঁশগাড়ি গ্রামের হারিছ মিয়ার ছেলে আতাউল্লাহ (১৯)।
অপরদিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। এতে তল্লাশি চালিয়ে ১০২ বোতল বিদেশি মদসহ ইব্রাহিম (৩০) নামে একজনকে গ্রেফতার করে। তিনি নরসিংদী জেলা সদরের শিলমান্দি গ্রামের ইকবাল মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মামলা দিয়ে তাদেরকে পুলিয়ে সোপর্দ করা হয়।