নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান জেলা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
শপথ গ্রহণের পর কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মু. আ লতিফ, পাবলিক লাইব্রেরি নির্বাচন-২০২১ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু ও স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফারুক আহম্মদ।
এর আগে কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর জেলা পাবলিক লাইব্রেরির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক পদে প্রবীণ সাংবাদিক মু. আ লতিফ, সহ সাধারণ সম্পাদকের দুটি পদে যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন ও এডভোকেট শেখ ফারুক আহম্মদ, কোষাধ্যক্ষ পদে সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দপ্তর সম্পাদক পদে এনামুল হক কামরুল, কার্যকরী সদস্যের ৪ টি পদে যথাক্রমে সামিউল হক মোল্লা, নিজামুদ্দিন শাহীন, এডভোকেট আব্দুর রাশিদ ভূঁইয়া ও এডভোকেট লুৎফর রাশিদ রানা।
সহ সভাপতির দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এডভোকেট শেখ এ. কে. এম নূরুন্নবী বাদল ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. আইয়ুব আলী। প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন অধ্যাপক ফজলুর রহমান দুলাল। সংরক্ষিত নারী আসনের দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ফৌজিয়া জলিল নেন্সী ও লুৎফুন্নেছা।
পদাধিকার বলে এ কমিটির সভাপতি হলেন জেলা প্রশাসক।