হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিম্নমানের হওয়ায় খেজুর ব্যবসায়ী আলামিনকে একহাজার ২০০ টাকা এবং মুদি ব্যবসায়ী তোফাজ্জলকে দুইহাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম।
আপনার মন্তব্য করুন