নিজস্ব প্রতিবেদক: “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিত কর” এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে (সিভিল বার) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাদিয়া আফসানা রিমা।
মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
মত বিনিময় সভার আলোচ্য বিষয় ছিল বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার এবং সম্পদ সম্পত্তিতে সম অধিকার, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মানবাধিকার লঙ্ঘন।
আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট এম. এ আফজল। জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিএড কলেজের অধ্যক্ষ সাজিদা ইয়াছমীন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ম. ম জুয়েল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, নারী লেখক সোসাইটি জেলা শাখার সভাপতি মাহফুজা আরা পলক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, নারীকণ্ঠের সাধারণ সম্পাদক কামরুন্নাহার, পৌরসভার কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।