বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা এক যাত্রী।
রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক মো. মোফাজ্জল হোসেন (৩৭)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. জামাল উদ্দীন (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন আহত জামালউদ্দীনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্রাক বা চালককে আটক করতে পারেনি পুলিশ।
আপনার মন্তব্য করুন