নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে শুটারগান, গুলি ও ইয়াবাসহ রুবেল খাঁন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সকাল সাড়ে ৬টায় অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর ফেরিঘাট সড়কের পাশে একটি স-মিলের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় স্থানীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান, একটি গুলি, ২২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ দেড় হাজার টাকাসহ রুবেল খাঁনকে গ্রেফতার করে। তিনি বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, রুবেল খাঁন একজন মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন