ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে রাসেল নামে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার এক আসামীকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা এলাকায়। রাসেল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, পলাতক আসামীসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামী রাসেলকে ঘোড়াকান্দা এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশের দুই এএসআই মো. রেজাউল করিম ও আব্দুল করিম। তাদেরকে থানায় নিয়ে আসার পথে একটি রিকশা গ্যারেজের কাছে পৌঁছলে মামুন ও সানি নামে রাসেলের দুই স্বজনের নেতৃত্বে ২০/২৫জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় তারা আসামী রাসেলকে নিয়ে পালিয়ে যায়। পরে আহত দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সামান্তা ইসলাম জানান, রাত ৯টার দিকে আহত দুই পুলিশ অফিসার রক্তাক্ত আহত অবস্থায় আসেন। এদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় এবং আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য করুন