ঢাকাMonday , 13 December 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মরণে আলোচনা ও দোয়া

প্রতিবেদক
-
December 13, 2021 11:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোরের আলো সাহিত্য আসরের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান। বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেকের সন্তান মো. শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের উপদেষ্টা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, জেলা পাবলিক লাইব্রেরির সহ সভাপতি এডভোকেট শেখ এ. কে. এম নূরুন্নবী বাদল, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান,  অধ্যাপক সামিউল হক মোল্লা, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা এস. এম জাহাঙ্গীর আলম, ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সাবেক ওয়ার্ড কমিশনার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুজ্জামান, সাংবাদিক শেখ আবুল মনসুর লনু, কবি বাঁধন রায়, মো. নূরুজ্জামান মনির, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মো. জিয়াউর রহমান, কবি আসলামুল হক আসলাম, ভোরের আলো সাহিত্য আসরের সদস্য মো. সুলতান আহমেদ, সাংবাদিক আলী রেজা সুমন, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক শফিক কবীর, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য ফারুকুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট প্রদান, কবিসাহিত্যিকছড়াকারআবৃত্তিকার নাট্যকারদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি গান পরিবেশন করেন যথাক্রমে কবি বাঁধন রায়, স্বায়ত্বী ঈপ্সিতা মাজাহারুল ইসলাম লিটন।  

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীন মিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত জয়ের বড় বোন হাসিনার কাছে অনুদান হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমানের মাধ্যমে পাঁচহাজার টাকার চেক হস্তান্তর করেন।

আপনার মন্তব্য করুন