স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া আয়োজন করে রচনা, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার।
ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সঙ্গীত ও আবৃত্তির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সঙ্গীত ‘ক’ গ্রুপে ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম তাশদীদ, ২য় স্থান অর্জন করেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অহনা আচার্য বৃষ্টি, ৩য় স্থান অর্জন করেন বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্নেহা বৈদ্য, বিশেষ স্থান অর্জন করেন গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থী আরঞ্জা আহমদ। ‘খ’ গ্রপে ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মৌটুসী কর্মকার, ২য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনুজা দেবনাথ, ৩য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী ইতি ঘোষ, বিশেষ স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দেব। আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম স্থান অর্জন করেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া সুলতানা জেনি, ২য় স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাজরীন আক্তার, ৩য় স্থান অর্জন করেন বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুলের শিক্ষার্থী সুমাইয়া ফাইরোজ মাইশা এবং নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দোলন। ‘খ’ গ্রুপে ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রীতি, ২য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসমিয়ায়ে সা-আদাত, ৩য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের বনলতা আক্তার ও ইংরেজি বিভাগের সাদিয়া আক্তার।
সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পীযুষ কান্তি আচার্য, সন্ধ্যা রায় ও পাপিয়া চৌধুরী। আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মানবর্দ্ধন পাল, বাচিক শিল্পী মনির হোসেন এবং শফিকুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। (ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া এর ইনফরমেশন অফিসার জেসমিন সুলতানা প্রিয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তি)।