নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চারদিন ব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান।
এতে মুক্তিযুদ্ধভিত্তিক শতাধিক ছবি প্রদর্শন করা হচ্ছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান। সভায় বক্তব্য রাখেন আইন অনুষদের ডীন মো. রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূঞা, প্রভাষক রাকিবুল হাসান, আইন বিভাগের প্রভাষক মো. ফয়জুল করিম, সহকারী কর্মকর্তা মওদুদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুব।