পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভার আয়োজন করা হয়। ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।
এর আগে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাইফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক শাহ কামাল প্রমুখ।
আপনার মন্তব্য করুন