ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ এসল্ট মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার শাহাজাদা মিয়ার ছেলে আশরাফুল আলম বিজন (৪০) ও ঘোড়াকান্দা এলাকার আসাদ মিয়ার ছেলে তানিম (৩০)।
সোমবার গভীর রাতে ভৈরব পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত রবিবার রাতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত মাদক মামলার আসামী রাসেলকে গ্রেফতার করার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। হামলায় দুই পুলিশ অফিসার আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৩১ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করে। অজ্ঞাত আসামী হিসেবে এ দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।