নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আইয়ুব বিন হায়দারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, সহ সভাপতি এডভোকেট শেখ এ.কে.এম নূরুন্নবী বাদল, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক বদরুল হুদা সোহেল, জেলা পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ সাইফউদ্দীন আহমেদ লেনিন, কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রাশিদ ভূঞা, আজীবন সদস্য মেহের উদ্দিন, মনোয়ার হোসাইন রনি প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা পাবলিক লাইব্রেরি কার্যকরী কমিটির সদস্য সামিউল হক মোল্লা।
আপনার মন্তব্য করুন