ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবী দিবসে কটিয়াদীতে আলোর মিছিল

প্রতিবেদক
-
ডিসেম্বর ১৪, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ‘আমাদের হৃদয়জুড়ে তোমাদের মৃত্যুহীন প্রাণস্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন করেছে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্র। এ উপলক্ষে আলোর মিছিল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট থেকে শুরু হয়ে আলোর মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমি স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয়। প্রদীপ প্রজ্জ্বলন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, পিডিবিএফ কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা, নাট্যকর্মী আর.আই স্বপন, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ সাংগঠনিক সম্পাদক শিক্ষক আমান উল্লাহ। 

বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনেই বাঙালি জাতিকে মেধাশূণ্য করার প্রক্রিয়া শুরু করেছিল। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, চলচ্চিত্রকর্মীসহ অনান্য ১৬ জনকে তারা দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা পেলেও যেন জাতি হিসেবে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেই ঘৃণ্য প্রয়াসে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য

অনুষ্ঠানে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য করুন