নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা চারটি মোবাইল ফোনসেটও জব্দ করে র্যাব।
গ্রেফতার তিনজন হলেন হবিগঞ্জ জেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে ছিফত আলী (৪০), একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মুস্ত মিয়ার ছেলে রহিম (৩৫) ও প্রাইভেট কারের চালক একই উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের রইচ আলীর ছেলে আলম খান (৩২)।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।