ঢাকাWednesday , 15 December 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে পুলিশকে কুপিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় আরও পাঁচজন গ্রেফতার

প্রতিবেদক
-
December 15, 2021 5:44 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশকে কুপিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভৈরব শহরের নিউটাউন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সাদেক মিয়ার ছেলে সারোয়ার হোসেন  রানা (৩২) একই এলাকার আক্কেল আলীর ছেলে আকবর হোসেন (২১)।  তারা দুজন মামলার এজাহার নামীয় আসামী বলে জানিয়েছে পুলিশপরে তাদের দেওয়া তথ্যমতে ভৈরব শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মতি মিয়ার ছেলে মুস্তাকিম মিয়া (২৬), জিতু মিয়ার ছেলে নমীন মিয়া (২০) ও ঘোড়াকান্দা এলাকার আবদুস সালামের ছেলে রিপন মিয়া (২১)। 

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার পাঁচজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এছাড়া এ ঘটনায় সোমবার গভীররাতে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার শাহজাদা মিয়ার আশরাফুল ইসলাম বিজন (৪০) ঘোড়াকান্দা এলাকার আসাদ মিয়ার ছেলে তানিমকে (২১) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে  মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, রবিবার রাত ৮টার দিকে ঘোড়াকান্দা এলাকায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী রাসেলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে নিয়ে একটি রিকশা গ্যারেজে কথা বলেছিল পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালায় আসামীর আত্মীয় মামুন ও সানির নেতৃত্বে ২০-২৫ জন। হামলাকারীরা পুলিশের দুই এএসআইকে কুপিয়ে আহত করে আসামীকে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভৈরব থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাদী হয়ে পুলিশের কাজে বাধা, হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগে রাসেলকে প্রধান আসামী এবং আরও পাঁচজনের নাম উল্লেখ করে ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেন।

বাকি আসামীদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

আপনার মন্তব্য করুন