পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কেজি গাঁজাসহ আছাদ মিয়া (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার থানারঘাট চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ–ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার থানারঘাট চেকপোস্ট এলাকায় অভিযান চালায় পাকুন্দিয়া থানার পুলিশ। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশার যাত্রী আছাদ মিয়ার ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আছাদ মিয়া একজন মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।