পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষের এক পর্যায়ে একটি বাসে আগুন দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে বর্তমান এমপি নূর মোহাম্মদ ও সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
দুপর ১২ টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। মরুড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।