নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার এনামুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আদালতের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী রেলগেইট এলাকা থেকে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এএসআই এনামুল হক কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন। দেড় মাস মেডিকেল ছুটি কাটিয়ে কিছুদিন আগে অতিবাসে (শাস্তিমূলক ছুটি) থাকাবস্থায় মাদকসহ গ্রেফতার হন তিনি।
তার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায় বলে জানা গেছে।