নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী ২০২১ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে একটি বিজয় র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর অনিল চন্দ্র সাহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনিশ সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আল মুরসালিন সম্রাট, মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত, জহির রায়হান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক আনিসুজ্জামান, প্রমোশন ইনচার্জ মো. মহসিন উদ্দিন, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী কর্মকর্তা মওদুদ আহাম্মেদ প্রমুখ।
সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, প্রভাষক আলতাফ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জহির রায়হান, শিক্ষার্থী খন্দকার শাফায়েতুর রহমান, রওনক জাহান লাবন্য, মারজারিন হাসান জুঁই প্রমুখ। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের প্রভাষক তহুরা খাতুন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আলতাফ হোসেন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত।