ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় ইটনা–আজমিরীগঞ্জ জিসি সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইটনা জিরো পয়েন্ট মোড়ে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ–৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এলজিইডির ইটনা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে ১৯৯৭ সালের ১৮ আগস্ট বর্তমান মহামান্য রাষ্ট্রপতি ও তৎকালীন ডেপুটি স্পিকার মো. আবদুল হামিদ এই সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেছিলেন। তখন ৫ হাজার ৫৫০ মিটার পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেই সড়কটি ১২ হাজার ৬০০ মিটার পর্যন্ত পুনঃনির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন সাধিত হয়। দেশের আনাচে কানাচে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আর হাওরবাসী সারাজীবন উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে বলেই আজ তারা সুফল ভোগ করছে। ভবিষ্যতে আরো অনেক উন্নয়ন হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম। এছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সড়কটির পূনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।