নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মু‘তাছিম বিল্লাহ মুত্তাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপ সম্পাদক মুফতি জোবায়ের আহমাদ।
ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সফিউল্লাহ, দপ্তর সম্পাদক মুসাদ্দেক বিল্লাহ তন্ময়, অর্থ সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ হুমায়ূন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ বিন রশিদ, যুবকল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা ফাইজুল ইসলাম, উপ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, মুহাম্মদ তায়েব মৃধা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি এইচ. এম সাইফুল ইসলাম প্রমুখ।